প্রকাশিত: Wed, Jan 4, 2023 1:56 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:54 AM

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বৃদ্ধি

সালেহ্ বিপ্লব: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে একই পদে আরো ছয় মাস মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। বাসস

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সম্পাদনা: খালিদ আহমেদ